সংস্কৃতির স্নিগ্ধ ধারায় সিক্ত হোক সবাই

*** স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের ছাত্র-ছাত্রীদের জন্য নির্দেশনা ***


·       প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে ( সর্বোচ্চ ১০ তারিখের মধ্যে ) অবশ্যই চলমান মাসের বেতন প্রদান করতে হবে।

·      পরপর ৩ মাস অনুপস্থিত থাকলে অথবা বেতন পরিশোধ না করলে তার ভর্তি বাতিল হয়ে যাবে। সে যদি পুনরায় তার ছাত্রত্ব বজায় রাখতে ইচ্ছুক হয় তাহলে তাকে পুনরায় ভর্তি হতে হবে।

·       নাচের ছাত্র-ছাত্রীদের অবশ্যই ঘুঙ্গুর পরিধান করতে হবে অন্যথায় শ্রেণী কক্ষে প্রবেশ করতে দেয়া হবেনা।

·       অবশ্যই নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে হবে এবং নিয়মিত হতে হবে।

·       নির্ধারিত সময়ের পরে উপস্থিত হলে তাকে পুনরায় সেই ক্লাস করানো হবেনা।

·       কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহন করা যাবেনা।

·       শিক্ষকদের প্রতি অবশ্যই সর্বদা সন্মান প্রদর্শন করতে হবে।

·       নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশগ্রহন বাধ্যতামুলক।

·       প্রতিষ্ঠানের সন্মানহানী ঘটে এমন কার্যকলাপ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

·       যেকোন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত হলে কর্তৃপক্ষ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবে।

·       প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে চলা এবং এর সৌন্দর্য বর্ধনে সর্বদা সচেষ্ট থাকা প্রত্যেক ছাত্র-ছাত্রীর একান্ত কর্তব্য।

·       অসুস্থ হলে অবশ্যই কর্তৃপক্ষকে অবগত করতে হবে।

·       ক্লাসে মনোযোগী হতে হবে এবং অপ্রাসঙ্গিক আলোচনা থেকে বিরত থাকতে হবে।

·       জরুরী প্রয়োজন ছাড়া ক্লাসে মোবাইল ব্যবহার করা যাবেনা।

·       ছেলেদের জন্য নির্দিষ্ট পোশাক হল পাঞ্জাবী, পাজামা/প্যান্ট এবং মেয়েদের জন্য নির্দিষ্ট পোশাক হল সাদা জামা, সবুজ চুড়ীদার পাজামা/টাইটস এবং সবুজ ওড়না।

 

 

 

আদেশক্রমে

“কর্তৃপক্ষ”

স্বপ্নবিকাশ কলাকেন্দ্র