সংস্কৃতির স্নিগ্ধ ধারায় সিক্ত হোক সবাই

Amit Sarkar



অমিত সরকারের জন্ম রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা জয়পুরহাট সদরে তিনি জয়পুরহাট কেজি এবং উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পরবর্তীতে জয়পুরহাট জেলা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং এ স্নাতক করেন এবং পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং এ স্নাতক করেন এবং পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।


শিল্পী মনের তাড়নায় সংস্কৃতির পূজারী হিসেবে নিজেকে কখনো বাঁশি বা কখনো বেহালায় নিরন্তরভাবে আচ্ছন্ন থেকেছেন।জয়পুরহাটে অবস্থানকালে তার তবলায় হাতে খড়ি হয় গুরুজী চঞ্চল মন্ডলের কাছে।


তিনি জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমী থেকে তবলায় চার বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। জয়পুরহাট জেলা শিল্পকলায় শিক্ষাকালীন সময়ে গুরুজী গোবিন্দ কর্মকারের তত্ত্বাবধানে ছিলেন। পরবর্তীতে ঢাকা আসার পরে গুরুজী মৃত্যুঞ্জয় মজুমদারের সাথে একসাথে থেকে প্রায় তিন বছর তবলা সাধনা করেন। এরপর ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে গুরুজী পন্ডীত গোপাল মিশ্রের সান্নিধ্যে দুই বছরের অধিক সময় তালিম গ্রহণ করে এখনো তার তত্ত্বাবধানে আছেন।


বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের নামকরণের পাশাপাশি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে তার নিপুন দক্ষতা, নিষ্ঠা, সততা ও দৃঢ়চেতা দুরদৃষ্টির মধ্যদিয়ে একজন সফল সংগঠক হিসেবে প্রতিষ্ঠানটি এখন ১১ বছর সম্পূর্ণ করে এক যুগে পদার্পণ করেছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত অবস্থায় দীর্ঘদিন ধরে সম্মিলিত সাংস্কৃতিক জোটে তবলা বাদক হিসেবে বিভিন্ন স্থানে পারফর্ম করার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে