বাংলাদেশের স্বনামধন্য বাংলা এবং ইংরেজী জাতীয়
পত্রিকা গুলোতে অর্থনীতি সংক্রান্ত ঘটনাবলীর একজন নিয়মিত কলামিষ্ট
মোঃ মাজেদুল হক বিশিষ্ট অর্থনীতিবিদ
হিসেবে আমাদের দেশে বেশ সুপরিচিত
একটি নাম।
অর্থনীতি বিষয়ের উপর গভীর জ্ঞান
থাকায় দেশ-বিদেশের অনেক
বিশ্ববিদ্যালয় থেকে অতিথি শিক্ষক
হিসেবে তাকে আমন্ত্রন করা
হয়। তিনি ভারতের পাঞ্জাবে
অবস্থিত চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পড়ান। এছাড়াও তিনি ভারতের চেন্নাই
অবস্থিত ভেলোর ইনষ্টিটিউট অফ টেকনোলজি (ভিআইটি)
বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। বর্তমানে বাংলাদেশের নর্দান বিশ্ববিদ্যালয় অতিথি শিক্ষক হিসেবে সংযুক্ত আছেন।
অর্থনীতিবিদ হিসেবে মাজেদুল হক দেশ-বিদেশের
বিভিন্ন সেমিনারে আমন্ত্রিত হন এবং অতিথি
বক্তা হিসেবে কথা বলেন। বাংলাদেশে
মুদ্রানীতি এবং রাজস্বনীতি নিয়ে
টিভি চ্যানেলগুলোতে তার মতামত সম্প্রচার
করা হয়। তিনি বাংলাদেশের
জাতীয় সংসদে অভিবাসন-সংক্রান্ত কমিটিতে অর্থনীতিবিদ হিসেবেও কাজ করেন। এ
পর্যন্ত তিনি অর্থনীতি সংক্রান্ত
তিনশত এর অধিক কলাম
লিখেছেন।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে
স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি
অর্জন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এখন পিএইডি গবেষক
হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত
আছেন। তিনি ম্যাক্রোইকোনমিক ইস্যুস:
বাংলাদেশ পারসপেকটিভ বইয়ের লেখক।
শিক্ষা ও সমাজসেবামূলক
প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িত মোঃ মাজেদুল হক ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং একটি
কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন। অর্থনীতি
নিয়ে গবেষণার পাশাপাশি উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য হিসেবে স্বপ্নবিকাশ
কলাকেন্দ্রের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে নিজেকে যুক্ত রেখেছেন অসামান্য
দক্ষতায়।