গোলাম
কুদ্দুস ১৯৫৬ সালের ১৩ই মে পৈত্রিক নিবাস নোয়াখালী জেলার চাটখিল উপজেলার
সিংহবাহুরা গ্রামে জন্ম গ্রহন করেন। বাবাঃ আব্দুল মাবুদ, মাঃ খোরশেদ আরা বেগম, স্ত্রীঃ
মরিয়ম নাসরিন, কন্যাঃ সামানজা পৃথী, পুত্রঃ ইয়াসাদ মাবুদ।
তিনি
চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল এবং পরবর্তিতে চট্টগ্রাম কলেজে পড়াশোনা শেষে
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মানসহ এবং মাস্টার্স ডিগ্রী অর্জন
করেছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদ ‘ডাকসু’র ভারপ্রাপ্ত
ভিপি, হাজী মহসিন হল ছাত্র সংসদের ভিপি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট
সদস্য নির্বাচিত হন।
ছাত্র
রাজনীতি এবং লেখালেখির পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলায় রেখে
চলেছেন গৌরবজনক ভূমিকা। নাট্যদল ঢাকা পদাতিক, সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখার সভাপতি
এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের দীর্ঘ সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে
বর্তমানে সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
তিনি
স্বাধীনতা পরবর্তি বাংলাদেশের প্রায় প্রতিটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০০ সালে বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হিসেবে
জাতিসংঘের মিলিনিয়াম অধিবেশনে যোগদান করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৭টি,
পথনাটক ২টি, গীতি-নৃত্যালেখ্য ৩টি।
তিনি
২০২১ সালে বাংলা একাডেমীর ফেলোশিপ লাভ করেন। তিনি স্বপ্নবিকাশ কলকেন্দ্রের অন্যতম একজন
উপদেষ্টা হিসেবে তার নির্দেশনায় প্রতিষ্ঠানটিকে আগলে রেখেছেন।