বিশিষ্ট সংগীতশিল্পী সোমা দাসের জন্ম
পুরান ঢাকায়। তিন বছর বয়স
থেকে পড়াশোনার আগেই গানে হাতে
খড়ি শ্রদ্ধেয় প্রদীপ কুমার সরকারের কাছে। সংগীত শিক্ষার প্রাক্কালে আমাদের দেশের অনেক গুণী শিক্ষকগনের
কাছে তালিম নেয়ার সুযোগ হয়েছে। বর্তমানে বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও প্রশিক্ষক খারুল
আনাম এর কাছে নজরুল
সঙ্গীতে তালিমরত আছেন।
ইতিহাস থেকে স্নাতক এবং
স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বুলবুল ললিত
কলা একাডেমিতে নজরুল সংগীত বিভাগ থেকে ছয় বছরের
সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করেছেন। বেঙ্গল ফাউন্ডেশন ও ছায়ানট থেকে
স্বল্পমেয়াদী উচ্চাঙ্গ সংগীত ও নজরুল সংগীতের
কোর্স সম্পন্ন করেছেন। বাংলাদেশ বেতারে নজরুল সংগীত ও আধুনিক গানে
বিশেষ গ্রেড প্রাপ্ত এবং লালন গীতি
ও পল্লীগীতিতে "খ" গ্রেড এ তালিকাভুক্ত শিল্পী।
বাংলাদেশ টেলিভিশনে নজরুল ও আধুনিক গানে
"বি'' গ্রেড ভুক্ত হিসেবে আছেন । বর্তমানে
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে এবং
উত্তর সিটি কর্পোরেশনের ডাম্ফা
একাডেমিতে সংগীত শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন।
বিভিন্ন ধরনের জাতীয় পর্যায়ে সংগীত প্রতিযোগিতায় স্বর্ণপদক এবং সনদ প্রাপ্ত
শিল্পী। এটিএন তারকা, এনটিভি ক্লোজআপ ওয়ান, বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত সৃজনশীল প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা গুলোতেও সফল মান অর্জন
করেছেন। একজন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী
হিসেবে সঙ্গীত সাধনায় মগ্ন এই শিল্পী
ব্যক্তিগত জীবনে এক পুত্র ও
এক কন্যা সন্তানের জননী।